রাজধানীর ঝিগাতলায় পোষাক কারখানায় অগ্নিকাণ্ড

  • Emad Buppy
  • March 6, 2014
  • Comments Off on রাজধানীর ঝিগাতলায় পোষাক কারখানায় অগ্নিকাণ্ড
fire

fireরাজধানীর ঝিগাতলায় ফরচুন নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৫.৫০ মিনিটে ঝিগাতলার ১৫/বি নম্বরের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় এই আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

 কেএফ