নরসিংদীর মনোহরদী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রাইভেটাজাইশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউর রহমান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন প্রাইভেটাজাইশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা প্রশাসক ওবায়দুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তফা, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার (নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জ) হারুন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ। সমাবেশে উপজেলার মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ কোটি ৩৯ লাখ ব্যয়ে তিনতলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সাকি/