
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া বাজারের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ বিকেলে মহাসড়কে বাড়িউড়া এলাকায় ঢাকা-গামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সর মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এখলাসুর রহমান ও চালকসহ ৩ জন মারা যায়। তার স্ত্রী অন্তসত্বা ঝর্না বেগম ও ২ বছরের শিশু সন্তান হাসপাতালে আনার পর মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল।
সাকি/