ব্যাংক ও আর্থিক খাতে দর পতন

dbbl-DBH

dbbl-DBHবৃহস্পতিবার ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) ব্যাংক এবং আর্থিক খাতের সবচেয়ে বেশি দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া খাতগুলোর মধ্যে ব্যাংক খাতের ৭৭ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। আর ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এর বাইরে বিমা খাতের শেয়ার দর কমেছে ৫৭ শতাংশ। উল্লেখ্য ডিএসইতে এই দিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৪৫ শতাংশের দর কমেছে।

ব্যাংক খাতের তালিকভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৩টি কোম্পানির, বেড়েছে ৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ার দর।

ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে। বৃহস্পতিবার ব্যাংকটির ৭০ হাজার ৫০০ শেয়ার মাত্র ৮৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ২১ হাজার ৪২ কোটি টাকা। যদিও ব্যাংকটি ২০১৩ সালে ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কিন্তু লভ্যাংশ ঘোষণার পর থেকেই ব্যাংকটি দর পতনে রয়েছে।

এদিকে আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানির শেয়ার দর কমেছে। বেড়েছে ৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১ কোম্পানির শেয়ার দর।

সবচেয়ে বেশি দর কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড এবং ইউনাইটেড লিজিং কোম্পানির। ডেল্টা ব্র্যাকের শেয়ার দর কমেছে ১ টাকা ৪ পয়সা বা ৪ দশমিক ৪২ শতাংশ। এদিন কোম্পানিটির ২ লাখ ৯০ হাজার ৬০০ শেয়ার ৩৬২ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ৪০৪ কোটি ২১ লাখ টাকা।

এদিকে এ খাতের ইউনাইটেড লিজিং ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার পরেও কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৪২ শতাংশ।

এসএ/এমআরবি/