
ঠাকুরগাঁও সীমান্তকে চোরাচালানমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সেক্টর ও ৩০ বিজিবি দরবার হলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের কাছে এলাকার যেকোনো তথ্য দ্রুত চলে আসে। সীমান্ত বিষয়ক তথ্যগুলো জানতে পারলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব।
সভায় সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফের মানুষ হত্যা বিশেষত ফেনসিডিল চোরাচালান বন্ধের বিষয়ে বিষদ আলোচনা হয়।
এ সময় সভায় ঠাকুরগাঁয়ের ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
কেএফ/