বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

BNP_flag

বিএনপি লোগো২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামি ২০ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ২৩ মার্চ দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে ছাত্রদল। এদিন যুবদলের আলোচনা, মহিলা দলের আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এছাড়া ২৬ মার্চ ভোরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধাঞ্জলি এবং সকাল ৮টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ।

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করবে। তবে দিনগুলো এখনো ধার্য করা হয়নি।

এছাড়া, জাতীয়তাবাদী ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মৎসজীবী দল ও শ্রমিক দল তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে।

সাকি/