ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে জুতা নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দুটায় এ সংঘর্ষ ঘটে।
হল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।
আহতরা হলেন জিয়া হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদিকুর রহমান সিফাত, কর্মী শাকিল, রাকিব, আব্দুল্লাহ আল মুবিন, রিয়াজ, আসাদ, অভি, ফুয়াদ প্রমুখ।
সিফাত সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যরা সবাই বিভিন্ন বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
বিভিন্ন সূত্র জানায়, জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনের নিয়ন্ত্রণাধীন ১০৯ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগ কর্মী শাকিলের এক জোড়া জুতা হারিয়ে যায়। সেই জুতা হল শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নিয়ন্ত্রণাধীন ১১০ নম্বর কক্ষে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হারানো জুতা খুঁজে পেয়ে তা নিয়ে যাওয়ার সময় মোতাহার হোসেন প্রিন্স সংশ্লিষ্টদের গালাগাল করেন। তা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই লাঠিসোঁটা ব্যবহার করে। এতে শাকিলসহ উভয় পক্ষের নজন আহত হন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানাযায়, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। পরবর্তী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাকি/