
ঝিনাইদহে ৩’শ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকালে র্যাব-৬ এর অভিযানে মাদকসহ ওই ব্যক্তি আটক হয়।
জানা গেছে, মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবি সদর উপজেলার চাকলাপাড়ার লুৎফর বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম শহরের চাকলাপাড়ায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যাবসায়ী রবিউল ইসলাম রবির বাড়ি থেকে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং রবি নামের ওই মাদক ব্যাবসয়ীকে আটক করে র্যাব’।
সাকি/