
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে প্রায় দেড় বিঘা পানের বরজ আগুনে ভস্মিভূত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত ) স্টেশন মাস্টার ফিরোজ হোসেন জানান, বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার রায়গ্রাম বেলে মাঠে আব্দুর রহিম ও শহিদুল ইসলাম নামের দুই কৃষকের দেড় বিঘা পানের বরজে আগুন ধরে যায়। কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা নির্ণয় করা সম্ভব হয়নি।
সাকি/