
আগের কয়েক ম্যাচের টানা ব্যর্থতার পর ওপেনারদের ব্যাটিং দাপটে আজকের ম্যাচে এখনও চালকের আসনে রয়েছে টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে কোনো ইউকেট না হারিয়ে দলের সংগ্রহ যখন ১৫০ রান তখনই উইকেট রক্ষকের হাতে ধরা পরেন ওপেনার ইমরুল কায়েস।
দুপুরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।
এর পর ব্যাটিং করতে নামেম আনামুল হক বিজয় ও ইমরুল কায়েস। শেষ খবর পর্যন্ত আনামুল অপরাজিত আছেন ৭৮ রানে আর তার নতুন সতির্থ হিসেব যোগ দিয়েছেন মমিনুল হক।
ইমরুল ফিরেছেন ৫৯ রান করে। দলের সংগ্রহ ২৯ ওভার শেষে ১৫৮ রান।
প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশ দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া দলে এসেছেন ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
বাদ পড়েছেন শামসুর রহমান, নাঈম ইসলাম, আরাফাত সানি ও রুবেল হোসেন। আর চোটের কারণে এশিয়া কাপই শেষ হয়ে গেছে সোহাগ গাজীর।
পাকিস্তান দলেও দুটি পরিবর্তন। দলে ফিরেছেন ফাওয়াদ আলম ও আব্দুর রেহমান। চোটের কারণে বাদ পড়েছেন শারজিল খান। বাদ পড়েছেন জুনায়েদ খান।
আগের তিন ম্যাচে টানা দুই জয় পেয়েছে শিরোপাধারী পাকিস্তান।