
জুয়া খেলার দায়ে ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। সোমবার মক্কার একটি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। খবর আরব নিউজের ।
মক্কা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তায়েফ শহরের টেলিভিশন স্ট্রিটে জুয়াড়িদের ধরতে অভিযান পরিচালনার সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই বাংলাদেশের নাগরিক এবং সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত। তবে মক্কা পুলিশের পক্ষ থেকে আটককৃতদের সম্পর্কে আর কোন তথ্য প্রদান করা হয়নি।
এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ চারটি ছুরিও উদ্ধার করে বলে জানান বলে জানায় মক্কা পুলিশ।
অভিযুক্তদের সম্পর্কে আরও জানার জন্য তাদেরকে তদন্ত ও প্রসিকিউশন ব্যুরোতে নেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভিসা বাতিল করা হবে কি না কিংবা দেশে ফেরত পাঠানো হবে কি না সে সম্পর্কেও কিছু জানা যায় নি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ২০ লাখ বাংলাদেশি বিভিন্ন ভিসায় অবস্থান করছেন। কঠোর ধর্মীয় অনুশাসনে পরিচালিত সৌদি আরবে জুয়া খেলাকে অন্যতম অপরাধ হিসেবে গণ্য করা হয়।