
সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাতদলের একজন নিহত হয়েছে।
সোমবার রাত তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ সংলগ্ন পুলিশ টাউনের সামনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় ডাকাত দলের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সাভার মডেল থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে। পুলিশও ডাকাতদলের ওপর পাল্টা গুলি চালালে ডাকাতদলের একজন নিহত হয়।
কেএফ