
সামনের চাকা দেখে মনে হতে পারে কোনো কচ্ছ্বপ গাড়ি। কিন্তু সত্যিই এটাই যে, এটি কোনো কচ্ছ্বপ গাড়ি নয়, জ্যন্ত কচ্ছ্বপ। বাস করে যুক্তরাজ্যের হ্যামশ্যায়ার এলাকায় ডারেন স্ট্র্যান্ডের বাগানে। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় সামনের পা দুটি হারায় প্রানীটি। ফলে ঠিকমতো হাটতে পারছিল না সে। এমনকি ঘুমাতেও পারছিল না। সম্প্রতি তার মালিক ডারেন সামনের পা সার্জারি করে কৃত্রিম পা লাগানোর সিদ্ধান্ত নেন। তাতে সফলতাও পান তিনি। এখন ডারেনের বাগানে দিব্যি হেটে বেড়াচ্ছে কচ্ছ্বপটি।
ডারেন জানান, কচ্ছ্বপটি হাটতে একটু সমস্যা হয়। আর এ জন্য সে পেছনের পা দুটি ব্যবহার করে । পেছনের পা দিয়ে ঠেলা দিলেই সামনের চাকা দুটি গড়তে থাকে। আর এভাবেই বাগানে ঘুর ঘুর করে হেটে বেড়ায় সে।
চাকা লাড়ানোর এই ধারনাটি কোথা থেকে এসেছে এমন এক প্রশ্নের জবাবে ডারেন জানান প্রাণীটির প্রতি ভালোবাসাই তাকে এমন একটি উপায় পেতে সাহায্য করেছে।
সূত্র: ডেইলি মেইলের।
এক.
দুই.
তিন.
এস রহমান/