
আগামি বুধবার, ৫ মার্চ ব্যাংক বহিভূত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড লিজিংয়ের পর্ষদ সভা। এ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। আর পুরো বছরে (২০১২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৭ পয়সা। সে বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৪ সালে পুজিঁবাজারের তালিকাভুক্ত হয়।কোম্পানিটি ২০০০ সাল থেকে নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে।২০০৪ সালে সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।আলোচিত বছরে ৬০ শতাংশ নগদ এবং ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল বিনিয়োগকারীদের।
এসএ/