জ্বালানি ও বিদুৎ খাতের কোম্পানি বরকতউল্লাহ ইলেকট্রোকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় কোম্পানিকে জরিমানা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে বিএসইসি ২০১১ সালের ২২ নভেম্বর একটা প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের হাতে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। কিন্তু বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকের এক পরিচালকের পোর্টফোলিতে ২ শতাংশ শেয়ার না থাকায় কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে।
এসএ