
বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
আমানউল্লাহ আমানের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের অভিযোগ এনে মামলা করা হয়েছিল।