
বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে দুই জন।
শুক্রবার দুপুর সাড়ে তিনটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মানামার অবস্থিত বাংলাদেশ দুতাবাস সূত্র জানিয়েছে, নিহত দুইজনের নাম শনাক্ত করা গেছে। এরা হচ্ছেন নাজির আহমেদের ছেলে মোশারফ হোসেন ও আবু জালালের ছেলে মহিদুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় মানামার মাখরাকা এলাকার একটি দুইতলা ভবনে আগুন লাগে। এ ভবনে ৬০ বাংলাদেশি বসবাস করতো।
আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়।
দেশটির সরকার পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার ঘাটতির কারনে এ আগুনের ঘটনা ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রদুত আলী আকবর ও কাউন্সিলর মেহেদী হাসান ঘটনাস্থল ও সালমানিয়া মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন।
উপসাগরীয় অঞ্চলের আরব দেশটিতে দুই লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।