
দিনাজপুর সরকারী কলেজের কয়েকজন শিক্ষার্থী পায়ে হেঁটে জেলা সফরে বের হয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা অতিক্রম করে নবাব গঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে গেছেন।
তারা জানান, দিনাজপুর সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু রায়হান, রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষের ছাত্র আব্দুস ছামাদ, ইসলামের ইতিহাস এর ছাত্র আকতার হোসেন, পদার্থ বিজ্ঞনের ১ম বর্ষের ছাত্র জাহেদুল ইসলামসহ মোট ৪ শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ৬টায় পায়ে হেঁটে দিনাজপুর জেলা সফরে বের হয়েছেন তারা জেলার ১৩টি উপজেলা পায়ে হেঁটে সফর করবেন।
সাকি/