
৩৪ তম বিসিএসের সময়সূচি প্রকাশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। আগামি ২৪ মার্চ ইংরেজি ১ম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বিসিএসের লিখিত পরীক্ষা।
সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ সকাল ১০টায় ইংরেজি ১ম পত্রের লিখিত পরীক্ষা শুরু হবে। একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।
২৫ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতার পরীক্ষা। একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বিষয়াবলীর ওপর পরীক্ষা।
২৭ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্রের পরীক্ষা শুরু হবে। একই দিনে দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্রের পরীক্ষা।
৩০ মার্চ সকাল ১০টায় বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরু হবে। একই দিনে দুপুর ২টায় শুরু হবে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা (শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য)।
৩১ মার্চ সকাল ১০টায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে (সাধারন ক্যাডারের জন্য)।