লংকাবাংলার লেনদেন বন্ধ রোববার

lankabangla finance declare 20% divdend

lankabangla finance declare 20% divdendরেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের লেনদেন বন্ধ আগামি ২ মার্চ, রোববার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ ক্যাটাগরির এই প্রতিষ্ঠান ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান পিই রেশিও রয়েছে ১৫ দশমিক ৬৬।

এমআরবি/