
ইউক্রেনেরর রাজনৈতিক সংকট উত্তরোত্তর বেড়েই চলেছে। চলমান বিরোধকে কেন্দ্র করে দেশটির ক্রিমিয়া প্রদেশের একাধিক সরকারি ভবনের দখল নিয়ে নিয়েছে একদল অস্ত্রধারী। এ সময় তারা নিজেদের রাশিয়া সমর্থক বলে পরিচয় দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার একদল সশস্ত্র লোক ক্রিমিয়া প্রদেশের রাজধানী সিম্পেরোফলে অবস্থিত প্রাদেশিক সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি ভবনের দখল নিয়ে নেয়। এই সময় তাদের হাতে কাল এবং কমলা রঙের ফিতা বাধা ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। পাশাপাশি তারা বিভিন্ন প্রতীকের মাধ্যমে জানিয়ে দিচ্ছিল যে, ক্রিমিয়া রাশিয়ার দখলে।
এছাড়াও প্রদেশটির বিভিন্ন জায়গায় রাশিয়ার পতাকা উড়ানো হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই ইউক্রেনের রাজনীতি দুইভাগে বিভক্ত। একপক্ষে রাশিয়াপন্থীরা, অন্য পক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সমর্থকরা। এই বিভক্তির জেরে ইইউ’র সাথে বাণিজ্যিক চুক্তি সই করতে অস্বীকৃতি জানানোর কারণে সহিংস আন্দোলনে হতাহতের ঘটনায় গত শনিবার অভিশংসিত হন সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। রাশিয়াপন্থী বলে পরিচিত ইয়ানুকোভিচের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির বর্তমান সরকার।