
প্রবাসী লেখক পুরস্কার ২০১৩ প্রদান করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় । বাংলা একাডেমির পক্ষ থেকে বই মেলার মূলমঞ্চে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার সন্ধ্যায় বই মেলার ২৭ তম দিনে এ পুরস্কার প্রদানের কথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
শামসুজ্জামান খান জানান, বাংলা একাডেমি প্রতিবছর প্রবাসী লেখকদের সম্মাননা দিয়ে থাকে। এবারের পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন- ইসহাক কাজল, গোলাম আবু জাকারিয়া এবং ফারুক আহমদ।
এসএস/এইউ নয়ন