
নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২ টার দিকে মেডিক্যাল এ্যাসিসটেন্ট জিয়াউর রহমান জনির বাসায় এ চুরির ঘটনা ঘটে।
জিয়াউর রহমান জানান, সকাল থেকে তিনি ও তার স্ত্রী হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। এ সুযোগে চোরদল স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের আবাসিক ভবনে অবস্থিত তার বাসার দরজা ভেঙ্গে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা এবং সেবিকা আকলিমার বাসা থেকে ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিনের বেলায় চুরির ঘটনা সত্যি দুঃখজনক। আমরা চুরি যাওয়া মাল ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
কেএফ