নওগাঁয় জাপা সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

  • Emad Buppy
  • February 26, 2014
  • Comments Off on নওগাঁয় জাপা সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা
naogaon

naogaonনওগাঁর পোরশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করায়  জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদ আলীকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে উপজেলা সদরের নিতপুরে জাপার দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি জয়নুদ্দিন মাষ্টার এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযোগ করা হয় যে, সভাপতি মাজেদ আলী এবার পোরশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেও অন্য দলের প্রার্থীর জন্য প্রভাবিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক-সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মাজেদ আলীকে অবাঞ্চিত ঘোষণার কথা স্বীকার করে বলেন, তাকে দলের সকল প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এ সময় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আকবর আলী কালু ও মর্তুজা, সাধারণ-সম্পাদক আব্দুল হাই, শামসুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বেলাল উদ্দিন প্রমুখ।