জেনারেশন নেক্সটের লেনদেন চালু বুধবার

  • mukto rani
  • February 25, 2014
  • Comments Off on জেনারেশন নেক্সটের লেনদেন চালু বুধবার
Generation_Next

Generation_Nextরাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেটের পর ২৬ ফেব্রুয়ারি, বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে। আজ মঙ্গলবার এই শেয়ারের লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়ে এই শেয়ারের লেনদেন স্পট মার্কেটে হয়। গত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে ২৪ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অডলটে এই শেয়ার লেনদেন হয়।

এমআরবি/