
চাকায় ফুটো থাকা সত্ত্বেও মঙ্গলে বেশ ভালোই দিন কাটাচ্ছে কিউরিসিটি। সম্প্রতি গোলাপি গ্রহটির বুকে ১০০ মিটারের বেশি পিছু হেঁটেছে এই দূর নিয়ন্ত্রিত রোবট যান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গত বছরের শেষের দিকে কিউরিসিটির চাকায় ফুটো খোঁজে পান নাসার বিজ্ঞানীরা। এরপর রোবট যানটির কর্মক্ষমতা সম্পর্কে চিন্তিত হয়ে পড়েন তারা।
কিন্তু সম্প্রতি নাসা জানায়, চাকার ক্ষত রোভারের চলাচলে কোন প্রভাব বিস্তার করছে না। গত ১৮ ফেব্রুয়ারি পিছন দিকে ১০০ দশমিক ২১ মিটার পথ পাড়ি দিয়েছে এই যান। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
নাসা আরও জানায়, এ সময় ১ মিটার উচ্চতার টিলাও বেশ ভালোভাবে পাড়ি দিয়েছে কিউরিসিটি। যা বিজ্ঞানীদের মনে আবার আশার সঞ্চার করছে।
উল্লেখ্য, পানির সম্ভাব্যতা যাচাই করা এবং মাটি সম্পর্কিত তথ্য সরবরাহের জন্য ২০১২ সালের আগস্টে মঙ্গলের বুকে অবতরণ করে কিউরিসিটি। নাসার মারস সাইন্স ল্যাবরেটারির এই রোবট যান মঙ্গলের বুকে এ পর্যন্ত ৫ দশমিক ২১ কি.মি. পথ পাড়ি দিয়েছে।