লভ্যাংশ ঘোষণায় গেইনারের শীর্ষে আইডিএলসি

  • mukto rani
  • February 23, 2014
  • Comments Off on লভ্যাংশ ঘোষণায় গেইনারের শীর্ষে আইডিএলসি

IDLCঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার গেইনারের শীর্ষে উঠে এসেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর বাড়ে ৯ টাকা ৫০ পয়সা বা ১৩ শতাংশ। গতকাল এই কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিশ্লেষকদের মতে, গতকাল কোম্পানির ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় আজকে বিনিয়োগকরীদের আগ্রহ বেড়ে গেছে এই শেয়ারের প্রতি।

রোববার কোম্পানিটির শেয়ার দর ৭৬ টাকা থেকে ৮১ টাকা পর্যন্ত উঠানামা করে। এদিন আইডিএলসির ৩৩ লাখ ৭৪ হাজার শেয়ার তিন হাজার ৪৭৩ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল এক হাজার ১৫১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া গেইনারের তালিকায় থাকা আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের ৭ দশমিক ৫০ শতাংশ, সিঙ্গার বিডির ৭ শতাংশ, রেনউইক যজ্ঞেস্বরের ৬ দশমিক ৭৫ শতাংশ, স্টাইলক্রাফটের ৩ দশমিক ৪৭ শতাংশ, রেকিট বেনকিজারের ৫ দশমিক ৩৫ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৪ দশমিক ৭১ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পসের ২ দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এসএ/এমআরবি/