ফরিদপুরে বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ম্যাপফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সিদ্দিকুর রহমানের কর্মী ও ওয়ার্ড বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাড. সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আ’লীগের নীল নক্সা অনুযায়ী পুলিশ প্রশাসন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে ভয়-ভীতি ও আতংক সৃষ্টি করছে। নির্বাচন থেকে বিএনপি নেতাদের দূরে সরিয়ে রাখতে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

জানা গেছে, শনিবার রাতে পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি রফিক বিশ্বাস (৩৮) ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনকে (৩৬) চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ গ্রেপ্তার করে।

সাকি/