
সাধ আর সাধ্যের বাড়াবাড়িতে না গিয়ে ইচ্ছা আর মেধার সমন্বয়ে অসাধ্য সাধন করলেন এক চাইনিজ কৃষক। দৌহিত্রের আবদার মেটাতে ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছেন বিশ্বখ্যাত ল্যাম্বরগিনি গাড়ির রেপ্লিকা। সময় লেগেছে ছয় মাস, আর খরচ হয়েছে মাত্র ৫০০ ইউরো। খবর মিরর নিউজের।
জিও নামের এই কৃষকের বাড়ি চীনের হেনান প্রদেশে। প্রায় বছর খানেক আগে তার কাছে গাড়ির বায়না ধরে তার দৌহিত্র। কিন্তু কিনে দেয়ার সাধ্য ছিলনা তার।
একদিন ইন্টারনেটে ল্যাম্বরগিনির ছবি দেখে রেপ্লিকা বানানোর ভূত চাপে তার মাথায়। ব্যস, টানা ছয় মাস এক নাগাড়ে কাজ করে পুরোনো যন্ত্রাংশ দিয়ে বানিয়ে ফেলেন ল্যাম্বরগিনি।
জিও জানান, এই গাড়িটি ঘন্টায় ২৬ মেইল বেগে ছুটতে পারে। তিনি আরও জানান, তার দৌহিত্রও বেশ খুশি গাড়িটি পেয়ে। রোজ এই গাড়িতে চেপে সে স্কুলে যায় বলে জানিয়েছেন জিও।