টেকনাফের নাফনদী থেকে ৩৫,১০০ পিস ইয়াবা উদ্ধার

  • Emad Buppy
  • February 21, 2014
  • Comments Off on টেকনাফের নাফনদী থেকে ৩৫,১০০ পিস ইয়াবা উদ্ধার
coxbazar

coxbazar20140102170133টেকনাফের নাফনদী থেকে ৩৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোষ্টর্গাড। শুক্রবার ভোর রাতে মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারকালে এগুলো উদ্ধার করা হয়।

কোষ্টর্গাড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রিশদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে অভিযান চালানো হয়। এসময় মিয়ানমার থেকে দেড় নং সুইট সীমান্ত এলাকায় নাফনদী থেকে ৩৫,১০০ পিস ইয়াবা উদ্ধার করে তারা।

উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

কেএফ