
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকবার আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বহিরগাছি এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দিন মোল্লা জানান, শুক্রবার বিকাল ৫ টার দিকে কালীগঞ্জ উপজেলার বহিরগাছি বাজার এলাকায় একটি ট্রাক ও মোটর সাইকলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আকবর আলী নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।