ভোলার লালমোহনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ভোলার লালমোহন উপজেলা

ভোলার লালমোহন উপজেলাভোলার লালমোহন উপজেলায় ভোট কারচুপি, ভোটে কেন্দ্রে যাওয়ার বাধা দেওয়ার অভিযোগ ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থীত আখতারুজ্জামান টিটো ।

বুবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে টিটো অভিযোগ করে বলেন, সরকার দলীয় সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, এজেন্টদের মারধর ও জাল ভোট প্রদান প্রদান করছে।

বুধবার সকাল ৮ টায় চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।