
ভোলার লালমোহন উপজেলায় ভোট কারচুপি, ভোটে কেন্দ্রে যাওয়ার বাধা দেওয়ার অভিযোগ ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থীত আখতারুজ্জামান টিটো ।
বুবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে টিটো অভিযোগ করে বলেন, সরকার দলীয় সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, এজেন্টদের মারধর ও জাল ভোট প্রদান প্রদান করছে।
বুধবার সকাল ৮ টায় চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।