ছয় মাসে বিএসসির ইপিএস ১২ টাকা

BSC

BSCপুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বিএসসি কোম্পানির ছয় মাসে অর্থাৎ অর্ধবার্ষিকীতে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১২ টাকা। কোম্পানিটির এই মুনাফার খবরে আজ বুধবার বিনিয়োগকারীদের এই কোম্পানির শেয়ারের প্রতি ঝোঁক বেড়ে যায়। এই শেয়ার লেনদেনের এক পর্যায়ে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। অপরদিকে কোম্পানিটি লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের টেপটেন গেইনার তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

কোম্পানিটির অর্ধবার্ষিকী (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

আলোচিত সময়ে কোম্পানিটি মুনাফা করেছে ১৬ কোটি ৫৯ লাখ টাকা। শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১২ টাকা। তবে কোম্পানিটি আগের বছর একই সময়ে লোকসান করেছিলো ২০ কোটি ৮৭ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছিলো ২৫ টাক ২৩ পয়সা।

২০১৩ সমাপ্ত বছর শেষে কোম্পানির পূঞ্জীভূত লোকসান হয়েছে ২০৪ কোটি ৬৩ লাখ টাকা।

এমআরবি/