
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রকার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের হলরুমে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে মঙ্গলবার দুপুরে সুশীল সমাজ ও প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এ সময় তিনি প্রার্থীদের প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় পৌর মেয়র আব্দুর শুকুর শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, টিএইচএ ডা. ফরিদ হোসেন মিঞা, অধ্যক্ষ সরদার মুহাম্মদ ইদ্রিস আলী, সাংবাদিক প্রতিনিধি অ্যাড. কোরবান আলী, শিক্ষক মো. ইস্রারাফিল মোল্লা, চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হাফিজ উদ্দিন মুরাদ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বোয়ালমারীর পুরোনো ঐতিহ্য ধরে রাখতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেএফ