টপটেন লুজারের শীর্ষে গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স

  • mukto rani
  • February 18, 2014
  • Comments Off on টপটেন লুজারের শীর্ষে গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স

green-deltaঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় নেমে এসেছে বিমা খাতের গ্রীণ ডেল্টা লাইফ ইনসুরেন্সের শেয়ার । মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা বা ১৭ দশমিক ৫৮ শতাংশ কমে লুজারের শীর্ষ স্থানে ছিল।

এদিন কোম্পনিটির শেয়ার ৬৯ টাকা থেকে ৮৩ টাকা পর্যন্ত উঠানামা করে। কোম্পানিটির ৬৭ হাজার ১০০ টি শেয়ার ২৯৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ৬১৬ কোটি ৮২ লাখ ৫১ হাজার টাকা।

উল্লেখ্য গতকাল কোম্পানিটির রেকর্ড ডেট ছিল। রেকর্ড ডেট পরবর্তী দর স্বমন্বয়ের কারণেই আজ কোম্পানিটির বড় দরপতন হয়েছে।

এছাড়া লুজারের তালিকায় রয়েছে আরো চার বিমা কোম্পানি। বিশ্লেষকেদের মতে, বিক্রর চাপ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর দরপতন হচ্ছে। গত দেড় মাসে এ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নিচ্ছে।

এছাড়া লুজারের তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর রহিমা ফুডের ৫ দশমিক ১১ শতাংশ,মেঘনা কনডেন্স মিল্কের ৪ দশমিক ৭৬ শতাংশ,এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৭৯ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৩ দশমিক ৬৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৩ দশমিক ৫৩ শতাংশ, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৩৩ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩ দশমিক ২৯ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৩ দশমিক ২৬ শতাংশ এবং জুট স্পিনার্সের ৩ দশমিক ৯ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএ/এমআরবি/