
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশনের পাশে মালবাহি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এ ট্রেন লাইনচ্যুত’র ঘটনা ঘটে।
মালবাহি ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদী যাচ্ছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বিকাল থেকে খুলনা-ঈশ্বরদী রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, মালবাহি ট্রেনটি কালীগঞ্জ স্টেশন পার হওয়ার পরপরই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। এর কারণও জানা যায়নি। ট্রেনটি উদ্ধার করার জন্য খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য বলা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তিনি জনান তিনি। তবে কতক্ষণ বন্ধ থাকবে তা তিনি বলতে পারেননি।
সাকি/