
মুনাফার উচ্চ প্রবৃদ্ধিও আর্থিক খাতের প্রতষ্ঠান লংকাবাংলা ফিন্যান্সের শেয়ারের দর পতন ঠেকাতে পারেনি। আগের দিন দেওয়া ২০ শতাংশ লভ্যাংশের ঘোষণার পরও সোমবার এ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ নিয়ে গত ১৩ কার্যদিবসের মধ্যে ১১ কার্যদিবসেই দর কমেছে এ শেয়ারের। বেড়েছে মাত্র ২ দিন। সোমবার শেয়ারটির দর কমেছে ৯০ পয়সা বা ১ দশমিক ২৭ শতাংশ।
রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত লভ্যাংশ আগের বছরের দ্বিগুণ। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
বিদায়ী বছরে মুনাফায়ও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে লংকাবাংলা ফিন্যান্স। শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি ৪ টাকা ৫৮ পয়সা আয় করেছে, যা আগের বছর ছিল ১ টাকা ৭৭ পয়সা। এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২ টাকা ৮১ পয়সা বা ১৫৯ শতাংশ।
শুধু লংকাবাংলা নয়, সোমবার ভাল মৌলের কোম্পানিসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে বাজারে।
‘এ’ ক্যাটাগারির এই কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৫ দশমিক ১৭।
বর্তমানে এই কোম্পানির ৩৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকী ৬১ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এমআরবি/