ঝিনাইদহে কীটনাশক পানে যুবকের মৃত্যু

jhinaida

jhinaidaঝিনাইদহ সদর উপজেলার কুদালিয়া গ্রামে সোমবার দুপুরে আরিফ (২৫) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার কুদালিয়া গ্রামের রুহুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আরিফ পারিবারিক কলহের জের ধরে সোমবার ভোরে কীটনাশক পান করে। মারাত্বক অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ঝিনাইদাহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীনাবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

সাকি/