
ব্যাংক-বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড ২০১৩ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ লভ্যাংশ ১৫ শতাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এ প্রস্তাব অনুমোদন করা হয়। ঘোষিত লভ্যাংশ আগের বছরের দ্বিগুণ। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
শুধু লভ্যাংশ নয়, কোম্পানিটির মুনাফায় উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি ৪ টাকা ৫৮ পয়সা আয় করেছে, যা আগের বছর ছিল ১ টাকা ৭৭ পয়সা। এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২ টাকা ৮১ পয়সা বা ১৫৯ শতাংশ।
আগামি ৩১ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। লভ্যাংশ ও এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মার্চ।