
বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) বেশ কিছু কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মধ্যে চার জন উপ-পরিচালক থেকে পরিচালক এবং পাঁচ জন সিনিয়র সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া আরও কিছু কর্মকর্তাকে সহকারী পরিচালক থেকে সিনিয়র সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিটিআরসি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংস্থার কমিশন বৈঠকে পদোন্নতির সিদ্ধান্ত হয়। তবে এখনও অফিস আদেশ জারি হয় নি।
উপ-পরিচালক থেকে থেকে পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, তারেক হাসান সিদ্দিকী (লিগ্যাল), মেজবাহ উজ জামান (ইঅ্যান্ডডি), আফতাব রাশেদুল ওয়াদুদ (মনিটরিং) এবং আবু তালেব (লিগ্যাল)।
অন্যদিকে জিএম শাহ কবীর, সাজেদা পারভিন, সোহেল রানা, নুরুন্নবী এবং সাবিনা ইয়াসমিন সিনিয়র সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।