
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা জেলায় ৩ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। তারা হলেন, দুটি ধারায় মাসুদ খান মজলিশকে ১০ হাজার টাকা, নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে ১ হাজার ও দীপঙ্কর সরকারকে ১ হাজার।
গতকাল শনিবার নবাবগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট তাদের জরিমানা করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের চার ধাপ তফসিল ঘোষণা করে। এর মধ্যে আগামি ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহন করা হবে ৯৭টি উপজেলায়। এর মধ্যে নবাবগঞ্জও রয়েছে।
এইচকেবি/