
গত ৭ ফেব্রুয়ারি ভ্রমণে গিয়েছিলাম শ্রীমঙ্গলের লাউয়াছড়িতে। খরচ হয়েছে পুরো ৩ হাজার টাকা। মনে হলো সব টাকাই দণ্ড দিলাম। কারণ যেকোনো সমস্যা থাকায় ক্যামেরা নিতে পারলাম না। বন্ধুদের ক্যামেরায় দু’একটা ছবি তোলা হলেও তা মনঃপূত হয়নি। এখন সিদ্ধান্ত নিলাম ক্যামেরা ছাড়া কোনো ভ্রমণ নয়। তাই পাঠকদেরকে বলবো ভ্রমণের স্মৃতি ধরে রখতে হলে ছবি তোলার প্রতি কিছু ধারণা নিয়ে নেওয়া ভালো। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভ্রমণের ছবিগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা সম্ভব।
ফটোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ আলো দিয়ে ছবি আঁকা। আলোর সঠিক ব্যবহারের মাধ্যমে কোন সাধারণ দৃশ্যের ছবিও করে তোলা যায় অসাধারণ। তাই অনেকে ছবি তোলাকে আলো নিয়ে খেলা বলেও আখ্যায়িত করেন।
উজ্জ্বল আলোর ব্যবহার
ঐতিহাসিক কোন স্থান বা পোড়াকীর্তির ছবি তুলতে উজ্জ্বল আলো ব্যবহার করুন। বিষয়বস্তুটিকে সঠিকভাবে অনুভব করার জন্য উজ্জ্বল আলোর দরকার হয়।
বিকেলের আলো
দুপুরের আলো ছবি তোলার জন্য সবচেয়ে বাজে। সাধারণত ছবিগুলো বিকেলে তোলাই ভাল। ঝড়, বৃষ্টি বা সূর্যাস্তের সময় দারুণ দারুণ ছবি তোলা যায়।
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবি তোলা
কোন একটি স্থানের ছবি বিভিন্ন ভাবে তোলা যেতে পারে। সোজা, কৌণিক, বিভিন্ন আলোতে, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছবি তুললে এতে অদ্ভুত সব ভিন্নতা দেখা যায়। নিজের চিন্তা মতো না করে ক্যামেরাটি অন্যকে দিয়েও ছবি তুলে নিতে পারেন।
বিষয় অনুসন্ধান
অপরিচিত, নতুন নতুন বিষয় খুঁজে নিতে পারেন। আবার অতি সাধারণ জিনিসের মধ্যে থাকতে পারে অসাধারণ বৈচিত্র্য। তরকারীর খোসা, শস্য বীজে আলোর ঝলক এ রকম অনেক কিছুতে লুকিয়ে আছে অসাধারণ সব বিষয়।
অতি সাধারণ জায়গা নির্বাচন
আমাদের আশেপাশে অনেক জায়গা আছে যেখানে পর্যটক খুব একটা যায় না। সেসব জায়গা ভ্রমণ করেও পেতে পারেন মূল্যবান কিছু ছবি তোলার উপাদান।
রাতের ছবি
রাতে ছবি তোলা আনন্দের। দিনের কোলাহলমুক্ত নীরব রাতের শহরের ভৌতিক ছবি অনেকেরই মন টানে। রাতের প্রকৃতির মায়ার কাছে হার মেনেছে অনেকেই।
সাকি/