কাঁচের বৃষ্টি!

glass-rain-planet

glass-rain-planetসৌরজগত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করছেন বহুকাল আগে থেকেই। যতই তাদের গবেষণার গতি বাড়ছে ততই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য।

সম্প্রতি গবেষকরা এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে কাঁচ বৃষ্টি হয়। খবর এনিম্যালনিউইয়র্ক ডট কমের।

হাবল টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা পৃথিবীর মত গাঢ় নীল রংয়ের এ গ্রহটির সন্ধান লাভ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এইচডি ১৮৯৭৩৩বি নামের এই গ্রহটি অতিমাত্রায় উষ্ণ আর এর আবহাওয়া এতো রুক্ষ যে, এখানে কাঁচ বৃষ্টি হয়। আর এই কাঁচের উপর আলোর প্রতিফলনে একে গাঢ় নীল দেখায়।

গবেষক জানিয়েছেন, পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরের এ গ্রহটি মূলত গ্যাসীয় দানব যা এর নক্ষত্রকে খুব কাছ থেকে আবর্তন করছে। এ গ্রহে পৃথিবীর হিসাবে ঘন্টা প্রতি সাত হাজার কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় হয় এবং সে সময় কাঁচ বৃষ্টি হয়।

এস রহমান/