
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ইনজুরি কাটিয়ে মুশফিকুর রহিমকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ দলের।নতুন করে ফিরলেন বামহাতি স্পিনার আরাফাত সানী। আর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাইরে থেকে ওয়ানডে দলে ফিরেছেন নাঈম ইসলাম ও শফিউল ইসলাম।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করা হয়। এতে পদত্যাগ করলেও তামিম ইকবালের নামের পাশে বন্ধনীতে ‘সহ-অধিনায়ক’ পরিচয়টি লেখা রয়েছে অর্থ্যাৎ, ওয়ানডে সিরিজে মুশফিককে সহযোগিতার দায়িত্ব তার ওপরেই থাকছে।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, এনামুল হক, শামসুর রহমান, আরাফাত সানী।
এইউ নয়ন