দেশে ফিরেই সরকারের কড়া সমালোচনা করলেন ফখরুল

  • Emad Buppy
  • February 14, 2014
  • Comments Off on দেশে ফিরেই সরকারের কড়া সমালোচনা করলেন ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরআগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার এই বক্তব্যকে ‘একদলীয় শাসন ব্যবস্থা’ প্রবর্তনের ইঙ্গিত বলে মনে করে বিএনপি।

বৃহস্পতিবার রাত ১০টায় সিঙ্গাপুরে ৫ দিন চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘২০১৯ সালের আগে নির্বাচন নয়’ সৈয়দ আশরাফের এই বক্তব্যে বোঝা যায়, অন্যদল ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ চাচ্ছে তারা একাই সরকারে টিকে থাকবে।

এ সময় তিনি বর্তমান সংকট উত্তরণে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ নিয়ে মার্কিন সিনেটে যে শুনানি হয়েছে সে প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এটাই বাস্তবতা। গত ৫ জানুয়ারি একটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে’।

উল্লেখ্য, গত শনিবার রাতে গলার চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যান।

এমআর/কেএফ