টাকার ফুল!

takar-ful

takaভালবাসার জন্য প্রেমিক কিংবা প্রেমিকারা কিনা করে। কখনও তাজমহল গড়ে, কখনও বা জীবনের সমস্ত উপার্জন উৎসর্গ করে দেয় প্রেমিকাকে। কখনও একে অপরের জন্য নিজেদের জীবনকেও উৎসর্গ করে দেয়। কথায় বলে, প্রেমিক-প্রেমিকার ভালবাসা বুঝতে হলে প্রেম করতে হবে। ফিলিংস কি কখনও শেয়ার করা যায়? এটা হচ্ছে উপলব্ধির ব্যাপার। আর সেই উপলব্ধি তখনি আসবে যখন  প্রেমে পড়া হবে।

চেন মনে হয় সত্যিই প্রেমে পড়েছেন।

তিনি তার প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য ৩২ হাজার ৯৯০ ডলার টাকার নোট দিয়ে ৯৯৯ টি টাকার ফুল তৈরি করেছেন। পাঠকের কাছে হয়তো এটা তাজমহলের তুলনায় একেবারেই বিন্দু পানি । তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনি পেশায় একজন সামান্য আইটি প্রোগার। চিনের জিজাং প্রদেশে কাজ করেন  তিনি ।

চেন জানান, বিয়ের প্রস্তাব দিতে প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে উপহার দেওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে অল্প অল্প করে এই টাকা জমান। ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে প্রতি রাতেই তিনি টাকার ফুল তৈরি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল চেনের প্রেমিকার জন্মদিন। জন্মদিনেই বিয়ের প্রস্তাব দিতে এমন আশ্চার্য উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন চেন।

এস রহমান/