ইআরএফ’র সভাপতি নির্বাচিত হলেন সুলতান মাহমুদ বাদল

  • mukto rani
  • February 14, 2014
  • Comments Off on ইআরএফ’র সভাপতি নির্বাচিত হলেন সুলতান মাহমুদ বাদল

ইকোনমিক রিপোটার্স ফোরামের সভাপতি নির্বাচিত হলেন সুলতান মাহমুদ বাদল। তিনি মোট ৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হোসেন পেয়েছেন ৫৭ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন পেয়েছেন ২০ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪৩ জন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ। তিনি ৮১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শনিতি কুমার বিশ্বাস পেয়েছের ৬০ ভোট।

৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ সরকার পেয়েছেন ৬৪ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম ৮২ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ আলম পেয়েছেন ৫৬ ভোট।

অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল্লাহ ৭০ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ন কবির পেয়েছেন ৬৬ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আফজাল আহমেদ।

জিইউ /এসএ/এমআরবি