ফরিদপুর শহরের আলীপুরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরি চাইল্ড হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফরিদপুরের প্রবীণ সমাজসেবক এসএম নূরুন্নবী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
স্কুল অধ্যক্ষ গোপাল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণুপদ ঘোষাল, জিলা স্কুলের শিক্ষক নূরুল ইসলাম কাজল, মো. ইসহাক মণ্ডল, বৈশাখী চক্রবর্তী প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
কেএফ