টপটেন গেইনারে বিমা খাতের পাঁচ কোম্পানি

  • mukto rani
  • February 13, 2014
  • Comments Off on টপটেন গেইনারে বিমা খাতের পাঁচ কোম্পানি
dse

dseঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনারে বিমা খাতের পাঁচ কোম্পানি উঠে এসেছে। এছাড়া তালিকার শীর্ষে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। এই দিন এই শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ০৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৬০ শতাংশ। ডেল্টা লাইফের শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ। এছাড়া পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৬ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৬৯ শতাংশ,রূপালি লাইফের ৬ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ৪ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া তালিকার চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৫ দশমিক ৭২ শতাংশ, পঞ্চম স্থানে থাকা এ্যাপোলো ইস্পাতের ২ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৬১ শতাংশ, সপ্তম স্থানে থাকা পাওয়ার গ্রীডের ১ টাকা ৯০ পয়সা বা ৩ দশমিক ৫৪ শতাংশ এবং দশম স্থানে থাকা বেঙ্গল উন্ডসরের ১ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এমআরবি/