
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনারে বিমা খাতের পাঁচ কোম্পানি উঠে এসেছে। এছাড়া তালিকার শীর্ষে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। এই দিন এই শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ০৮ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৬০ শতাংশ। ডেল্টা লাইফের শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ। এছাড়া পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৬ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৬৯ শতাংশ,রূপালি লাইফের ৬ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ৪ দশমিক ২৭ শতাংশ।
এছাড়া তালিকার চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৫ দশমিক ৭২ শতাংশ, পঞ্চম স্থানে থাকা এ্যাপোলো ইস্পাতের ২ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৬১ শতাংশ, সপ্তম স্থানে থাকা পাওয়ার গ্রীডের ১ টাকা ৯০ পয়সা বা ৩ দশমিক ৫৪ শতাংশ এবং দশম স্থানে থাকা বেঙ্গল উন্ডসরের ১ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমআরবি/