সরকার উপজেলা নির্বাচনও একতরফা করতে চায়: রিজভী

rijvi-Press_brief

 rijvi-Press_briefসরকার উপজেলা নির্বাচনও একতরফা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

রিজভী বলেন, ৫ জানুয়ারীর নির্বাচন তারা গুলির ভয় দেখিয়ে যেভাবে করেছে সেভাবে উপজেলা নির্বাচনও করে ফেলতে চায়।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও নেতা কর্মীদের ওপর সরকার বেপরোয়াভাবে ক্ষোভ প্রকাশ করছে।

এসময় তিনি সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের হদিস দিন।জনগণের কাছে ঋণের বোঝা আর বাড়াবেন না।

তিনি অভিযোগ করে বলেন, নাটোরের সিংড়া এলাকার বিএনপি কর্মী ইব্রাহীম খলিল ফটিক হাইকোর্ট থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় হাইকোর্টের গেট থেকে আইনশৃংখলা বাহিনী তাকে তুলে নিয়ে যায়।

এরপরে খলিল ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না উল্লেখ করে বলেন, কেউ বলছে তাকে র‌্যাব ৫-এ রাখা হয়েছে, কেউ বলছে তাকে অন্য কোথাও তাকে দেখা গেছে কিন্তু এসব কথার কোনও নির্ভরযোগ্যতা নেই। এখনও পর্যন্ত আইনশৃংখলা বাহিনী তার কোনও হদিস দিতে পারেনি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনিপর সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।

এমআর